ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ অপরাহ্ন
টেকনাফের ইউএনও : প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট
উখিয়া নিউজ ডেস্ক :

সংবাদ প্রকাশের জেরে ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধিকে টেকনাফের ইউএনও কায়সার খসরুর অকথ্য ভাষায় গালাগালির ঘটনায় তদন্ত প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট।

আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমি উদ্দিন মানিক বলেন, আমি কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে শোকজ করেছেন জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিবকে পুরো বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় কমিটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।

তখন আদালত বলেন, ঠিক আছে। তাহলে তদন্ত প্রতিবেদন আসুক। প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেব।

সোমবার (২৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *