ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
চকরিয়ায় সংসদ সদস্য জাফরকে দল থেকে অব্যাহতি
উখিয়া নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলমকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদ সদস্য জাফর আলম মঙ্গলবার বিকেলে পেকুয়া বাজারে তাঁর নির্বাচনী অফিস উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন, যাতে দলের শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। তাই তাঁকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এর পাশাপাশি আগামী ৭ কার্যদিবসের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে জাফর আলম বলেন, আমি দোষ করলে আল্লাহ আমার বিচার করবেন; কিন্তু আমি মনে করেছি এটা আমার প্রতি অবিচার হয়েছে।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন জাফর আলম। নির্বাচনে জয়ী হয়ে সংসদে যান তিনি। তবে তাঁর বিরুদ্ধে জমি ও চিংড়ি ঘের জবরদখলের অভিযোগ ওঠে। এবার তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এজন্য তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন।

এ ব্যাপারে জানতে এমপি জাফর আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *