ঢাকা, মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মীকে গুলি করে হত্যা
উখিয়া নিউজ ডেস্ক :

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দুরছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা বিমল (৫২)। নিহতরা ইউপিডিএফের কর্মী বলে দাবি করেছেন সংগঠনটির মুখপাত্র নিরন চাকমা। এ ঘটনায় রহিন্দ্র চাকমা টিপন (৩২) নামের আরেক কর্মী নিখোঁজ রয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা বলেন, সাংগঠনিক কাজে মহালছড়ির দুরছড়িতে অবস্থান করছিল ইউপিডিএফের তিন কর্মী। সকালে অতর্কিতভাবে নব্য মুখোশ বাহিনীর সন্ত্রাসীরা হামলা চালালে ২ কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং এক কর্মী নিখোঁজ রয়েছেন।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *