ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
কে হচ্ছেন ব্রাজিলের নতুন কোচ?
স্পোটস ডেস্ক ::

বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতারে চলমান বিশ্বকাপেও তাদের হট ফেভারিট হিসেবেই বিবেচনা করা হতো; কিন্তু সেমিফাইনালের আগেই বিদায় নেয় নেইমারদের ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে বিশ্বকাপের গত আসরের রানার্সআপ দল ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।

বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় চাকরি হারান ব্রাজিলের কোচ তিতে। ২০১৬ সালের জুনে কার্লোস দুঙ্গার উত্তরসূরি হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিয়েছিলেন তিতে।

২০১৮ বিশ্বকাপেও ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছিল বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে। এরপরও তার ওপর আস্থা রেখেছিল কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।

এবার বিশ্বকাপে ব্রাজিল পেয়েছিল স্বপ্নের মতো এক দল। শিরোপার দৌড়ে তারা ছিল হট ফেবারিট। কিন্তু এবারও সেই কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হলো।

যে কারণে এখন নতুন কোচ খুঁজছে ব্রাজিল। এই তালিকায় আছেন- মানো মেনেজেস, আবেল ফেরেইরা ও দোরিভাল জুনিয়র।

ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যমের দাবি, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাকে নাকি খুবই পছন্দ ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি এদনাল্দো রদরিগেসের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *