ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন
‘ওমিক্রন’ আক্রান্ত হয়ে ভারতে প্রথম মৃত্যু
ডেস্ক রিপোর্ট ::

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে ভারতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার স্বাস্থ্য মন্ত্রণায়লের এক কর্মকর্তা জানিয়েছেন, মারা যাওয়া ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।

জানা গেছে, ওই ব্যক্তির নাম লক্ষ্মীনারায়ণ নাগার (৭৩)। তিনি ভারতের রাজস্থানের উদয়পুরের বাসিন্দা। গত সপ্তাহে মারা যান তিনি। দেশটির সংস্থা পিটিআই জানায়, ওই ব্যক্তির দেহ থেকে নমুনা সংগ্রহ করে সেটির জিনম সিকয়েন্স করে জানা যায়- তিনি ওমিক্রন ধরনে আক্রান্ত ছিলেন। গত ৩১ ডিসেম্বর উদয়পুরের একটি হাসপাতালে তিনি ‍মারা যান।

এর আগে, গত ১৫ ডিসেম্বর পরীক্ষায় লক্ষ্মীনারায়ণ দেহে করোনার শনাক্ত হয়। তারপর থেকে তিনি হাসপাতালেই ছিলেন। তিনি ডায়বেটিস এবং উচ্চরক্তচাপসহ নানা দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, ভারতে এখনো পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মহারাষ্ট্রে ৬৫৩ জন এবং রাজধানী দিল্লিতে ৪৬৪ জন আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *