ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪০ অপরাহ্ন
এমবাপ্পের জোড়া গোলে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় ফ্রান্স
স্পোটস ডেস্ক ::

কাতার বিপশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় পা রাখল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ককে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হারিয়ে এই কীর্তি গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার ‘ডি’ গ্রুপে স্টেডিয়ামে ৯৭৪-এ খেলতে নামে দুদল। পুরো ম্যাচে বল পজিশনে ডেনমার্ক এগিয়ে থাকলেও আক্রমণাত্মক খেলে জয় তুলে নেয় ফরাসিরা।

এদিন ম্যাচের ২১তম মিনিট এগিয়ে যেতে পারত ফ্রান্স। তবে অঁতোয়ান গ্রিজমানের ফ্রি কিকে আদ্রিওঁ রাবিওর হেড করলেও ঝাঁপিয়ে ঠেকান ডেনমার্ক গোলরক্ষক কাসপের স্মাইকেল।

খেলার ৩৪তম মিনিটে ফের সুযোগ পায় ফ্রান্স। গ্রিজমানের আচমকা শট রুখে দেন স্মাইকেল। একটু পরে দেম্বেলের শট ব্লক করেন ডেনমার্কের এক খেলোয়াড়।

এরপর ৩৭তম মিনিটে জিরুদের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। এর কিছুক্ষণ পর দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। শট করলেও ওপর দিয়ে মারেন পিএসজি ফরোয়ার্ড।

বিরতির পর ম্যাচের ৬১তম মিনিটে অবশেষে লিড পায় ফ্রান্স। থিও হার্নান্দেজের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে দারুণ এক ট্রিকি শটে গোল উদযাপন করেন এমবাপ্পে।

তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি ডেনমার্ক। সাত মিনিট পর অ্যান্ডাসনের থেকে বল পেনাল্টি বক্সের সামনে থাকা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন অসাধারণ হেডে গোলটি করেন।

ম্যাচের ৮৬তম মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে। দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পেনাল্টি বক্সে ঢুকে পড়ে গ্রিজমানের থেকে ক্রসে আসা বল উরুর টাচে গোলে পরিণত করেন এই তরুণ তারকা।

গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। ডেনমার্কের আশা অবশ্য শেষ হয়ে যায়নি। শেষ ষোলোতে যেতে হলে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতেই হবে দলটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *