ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
এবারের এশিয়া কাপে যা কিছু সেরা
স্পোটস ডেস্ক ::

নিয়েছেন ভারতের ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গার।

৫ ম্যাচে ৬.০৬ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। ৬ ম্যাচে ৭.৩৯ ইকোনমিতে ৯ উইকেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

টুর্নামেন্টে ৮ উইকেট নিয়ে ৩য় সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ।

সর্বোচ্চ ১১৯ রানের জুটি ভারতের লোকেশ রাহুল ও কোহলির। একশ ছাড়ানো জুটি আছে আর একটিই। হংকংয়ের বিপক্ষে পাকিস্তানের রিজওয়ান ও ফখরের ১১৬ রানের জুটি।

আফগানিস্তানের বিপক্ষে বিরাট কোহলির ১২২ (নটআউট) রানের ইনিংসটিই আসরের একমাত্র সেঞ্চুরি। পাঁচ উইকেটের একমাত্র কীর্তিও এক ভারতীয়র। আফগানদের বিপক্ষে চার রানে পাঁচ উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।

ব্যাটিংয়ে সেরা ৫
১. মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান): ৬ ম্যাচে ৩ ফিফটিতে ২৮১, সর্বোচ্চ ৭৮*
২. বিরাট কোহলি (ভারত): ৫ ম্যাচে ১ সেঞ্চুরি, ২ ফিফটিতে ২৭৬, সর্বোচ্চ ১২২*
৩. ইব্রাহিম জাদরান (আফগানিস্তান): ৫ ম্যাচে এক ফিফটিতে ১৯৬, সর্বোচ্চ ৬৪*
৪. ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে এক ফিফটিতে ১৯১, সর্বোচ্চ ৭১*
৫. পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ২ ফিফটিতে ১৭৩, সর্বোচ্চ ৫৫*

বোলিংয়ে সেরা ৫
১. ভুবনেশ্বর কুমার (ভারত): ৫ ম্যাচে ১১ উইকেট, ৬.০৬ ইকোনমি, সেরা ৫/৪
২. ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা): ৬ ম্যাচে ৯ উইকেট, ৭.৩৯ ইকোনমি, সেরা ৩/২১
৩. মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৫.৮৯ ইকোনমি, সেরা ৩/৫
৪. শাদাব খান (পাকিস্তান): ৫ ম্যাচে ৮ উইকেট, ৬.০৫ ইকোনমি, সেরা ৪/৮
৫. হারিস রউফ (পাকিস্তান): ৬ ম্যাচে ৮ উইকেট, ৭.৬৫ ইকোনমি, সেরা ৩/২৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *