ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৯ পূর্বাহ্ন
উখিয়ায় রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল অজ্ঞাত পরিচয় হামলাকারী। বৃহস্পতিবার রাত ১১টার দিকে পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মো. আলীমুদ্দিন ১৮ নম্বর ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের মাঝি।

এপিবিএন ৮-ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্তি পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, রাত ১১টার দিকে ময়নার ঘোনা ক্যাম্পের বি-ব্লকের বাড়ির সামনে অবস্থান করছিলেন আলীমুদ্দিন। এ সময় অজ্ঞাত পরিচয় একদল লোক তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। ক্যাম্প সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে আলীমুদ্দিনের বয়স ও বিস্তারিত পরিচয় এবং হামলাকারীর পরিচয় জানা যায়নি। হামলার কারণও জানা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোহিঙ্গা নেতা জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের তিনজন মাঝিকে ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের হাত-পা কুপিয়ে জখম করে। এরমধ্যে একজনের মৃত্যু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করায় আগে থেকেই তাদের হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শেখ মোহাম্মদ আলী বলেন,’ দুবৃত্ত্বরা এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *