ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
ইতালি ছেড়ে এবার সৌদির দায়িত্ব নিলেন মানচিনি
উখিয়া নিউজ ডেস্ক :

কয়েকদিন আগেই আকস্মিকভাবে ইতালির কোচের পদ ছাড়েন রবার্তো মানচিনি। সে সময় গুঞ্জন উঠেছিল, মোটা অঙ্কের প্রস্তাবে সৌদি আরবে যাচ্ছেন তিনি। সে সময় ব্যাপারটি স্বীকার করেননি মানচিনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সৌদি আরবের হেড কোচের দায়িত্ব নিয়েছেন এই ইতালিয়ান।

গতকাল রোববার নতুন কোচের নাম জানায় সৌদি ফুটবল ফেডারেশন। এর বেশি কিছু জানায়নি তারা। তবে ইতালিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত সৌদির সঙ্গে চুক্তি মানচিনির। কর ও অন্যান্য সবকিছু বাদ দিয়ে বছরে আয় করবেন আড়াই কোটি ডলার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানচিনি বলছেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি আমি, এবার সময় হলো সৌদিতে ইতিহাস গড়ার।’

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব পার করতে ব্যর্থ হয় ইতালি। এরপরই দায়িত্ব দেওয়া হয় মানচিনিকে। ২০২১ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করেন তিনি। টানা ৩৭ ম্যাচ দলকে অপরাজিত রেখে গড়েন দারুণ রেকর্ড। তবে ২০২২ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটি। তবুও ২০২৬ সাল পর্যন্ত তাকে দায়িত্ব দিয়েছিল ইতালি। তবে হুট করেই পদত্যাগ করেন মানচিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানচিনি বলছেন, ‘ইউরোপে ইতিহাস গড়েছি আমি, এবার সময় হলো সৌদিতে ইতিহাস গড়ার।’

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব পার করতে ব্যর্থ হয় ইতালি। এরপরই দায়িত্ব দেওয়া হয় মানচিনিকে। ২০২১ সালে ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করেন তিনি। টানা ৩৭ ম্যাচ দলকে অপরাজিত রেখে গড়েন দারুণ রেকর্ড। তবে ২০২২ বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দলটি। তবুও ২০২৬ সাল পর্যন্ত তাকে দায়িত্ব দিয়েছিল ইতালি। তবে হুট করেই পদত্যাগ করেন মানচিনি।

আগামী ৮ সেপ্টেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ আছে সৌদি আরবের। সেই ম্যাচ দিয়েই নিজের সৌদি ক্যারিয়ার শুরু করেবেন মানচিনি। তাছাড়া আগামী বছরে অনুষ্ঠেয় এশিয়ান কাপেও তার কোচিংয়ে শিরোপার অভিযানে নামবে সৌদি।

২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দেশের ফুটবলকে ঢেলে সাজাচ্ছে সৌদি আরব। এরই মধ্যে দেশটির ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রসহ অসংখ্য তারকা যোগ দিয়েছেন। এবার দলটি তাদের জাতীয় দলের দায়িত্ব দিল একজন হাইপ্রোফাইল কোচকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *