ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
আফিমসহ পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সদস্য আটক
উখিয়া নিউজ ডেস্ক :

চট্টগ্রামের সাতকানিয়া থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম পাচারকালে সুমন তংচংগ্যা নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ আগস্ট) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব বলছে, আটক সুমন তংচংগ্যা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সিন্ডিকেটের সক্রিয় সদস্য। অর্থ সংগ্রহের জন্য তিনি দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে আফিম সংগ্রহ করে পরে তা দেশের বিভিন্ন স্থানে মাদক কারবারি এবং মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।

আটক মাদক কারবারি সুমন তংচংগ্যা (২৮) বান্দরবান জেলার বাকিচড়া এলাকার প্রভাত তংচংগ্যার ছেলে।

র‌্যাব কর্মকর্তা মো. নুরুল আবছার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কিছু ব্যক্তি সাতকানিয়া থানার কেরানীহাট টু বান্দরবান মহাসড়কের ওপর আফিম ক্রয়-বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার অভিযান পরিচালনা করে সুমন তংচংগ্যাকে (২৮) আটক করা হয়। পরে আসামির হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতরে কালো পলিথিনে থাকা ৩ কেজি ৫৮০ গ্রাম আফিম জব্দ করা হয়েছে।

তিনি বলেন, উদ্ধার করা আফিমের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৮ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *