ঢাকা, রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
অর্ধবেলায় ভোটে পড়েছে ১৭ শতাংশ: ইসি সচিব
উখিয়া নিউজ ডেস্ক :

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলায় দুপুর ১২ পর্যন্ত অর্ধ বেলায় গড়ে ভোট পড়েছে প্রায় ১৭ শতাংশ বলে জানিয়ে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২১ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।ইসি সচিব বলেন, এই চার ঘন্টায় গড়ে ১৬.৯৪ শতাংশ ভোট পড়েছে। বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ছোটখাট মিলিয়ে ১৮ টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

ইসি সচিব বলেন, ভোটের আগে একজন আনসার সদস্য স্ট্রোক করে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়।

তিনি বলেন, সাধারণত আমাদের দেশে দুপুরের পর ভোটার উপস্থিতি বাড়ে। আশাকরি প্রথমধাপের ভোটের হার বাড়বে।

এর আগে ইসি অতিরিক্ত সচিব  অশোক কুমার দেবনাথ বলেছিলেন, এই ধাপের ১৫৬  উপজেলায় সকাল ৮টায় সুষ্ঠুভাবে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য শারিরীক অসুস্থতায় হার্ট অ্যাটাক করে মারা যায়।

অশোক কুমার আরও জানিয়েছেন, ভোট শুরু হয়েছে মাত্র দু’ঘন্টা হয়েছে। বিভিন্ন জেলার প্রাপ্ত তথ্য পাওয়া পর্যন্ত একেক অঞ্চলে বিভিন্ন হারে ভোট পড়ছে। কোথাও বেশী কোথাও কম। তবে বেলা বাড়ার সাথে এই হার আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *