ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
অনুপ্রবেশকালে বিজিবির বাধা, নদীতে আটকা গুলিবিদ্ধসহ ৫ রোহিঙ্গা
উখিয়া নিউজ ডেস্ক :

গুলিবিদ্ধ একজনসহ ৫ রোহিঙ্গা কক্সবাজারের টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে শাহপরীর দ্বীপ সীমান্তে নাফ নদ দিয়ে নৌকায় করে অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেয় বিজিবি। বর্তমানে সেখানে তারা আটক অবস্থায় আছে। বিজিবি সদস্যরা তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে।

শাহপরীর দ্বীপের নাফ নদসংলগ্ন এলাকার স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘ওই নৌকায় যে পাঁচজন রয়েছে তাদের একজন নারী। তিনি গুলিবিদ্ধ হয়েছেন। বিজিবি সদস্যরা নৌকাটি ঘিরে অবস্থান নিয়েছে।’

শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আমিন জানিয়েছেন, ‘বিকালে একটি নৌকায় শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছে ৫ জন। তাদের মধ্যে একজন নারী গুলিবিদ্ধ রয়েছেন। শোনা যাচ্ছে, তারা নাকি চিকিৎসার উদ্দেশে এসেছেন।’

সেখানে মাছ ধরতে যাওয়া স্থানীয় যুবক রুবেল বলেন, ‘আমরা জেটিতে বড়শি দিয়ে মাছ ধরছিলাম। এমন সময় একটি নৌকা জেটিতে পৌঁছে। নৌকায় একজন লোককে শুয়ে রাখা হয়েছে। শুনেছি তিনি গুলিবিদ্ধ রোহিঙ্গা নারী। পরে বিজিবি সেখানে পৌঁছে নৌকাটি ঘিরে রাখে।’

তবে বিষয়টি নিয়ে এ পর্যন্ত বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *