ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন
২০২৩ সালে এসএসসি এপ্রিলে ও এইচএসসি জুনে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে পরীক্ষা
ডেস্ক রিপোর্ট ::

চলতি বছরের মতো ২০২৩ সালেও সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। এরমধ্যে এসএসসি পরীক্ষা হবে এপ্রিলে, আর এইচএসসি হবে জুনে।

মঙ্গলবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, নির্ধারিত পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) সিলেবাসে আগামী বছরের এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।

এদিকে, আগামী ১৯ জুন এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে ইতোমধ্যে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত ১ মার্চ বোর্ডের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *