ঢাকা, রবিবার ২১ জুলাই ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সেন্টমার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা
উখিয়া নিউজ ডেস্ক :

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন এই ঘোষণা দেয়।

সেন্ট মার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তারেক আহমেদ ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, গত ৩১ মার্চ থেকে দুটি নৌপথে পর্যটক পরিবহনের কাজে নিয়োজিত ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। নতুন করে অনুমতি দেওয়া হলে আবার জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহন করতে কোনো ধরনের বাধা থাকবে না।

এর আগে গত শনিবার তিন শতাধিক পর্যটক রাত্রিযাপনের জন্য সেন্ট মার্টিনে যান। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে আটকা পড়েন তারা। আজ মঙ্গলবার তারা তাদের গন্তব্যে চলে গেছেন।

এদিকে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক পর্যটক কাঠের ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাটে ভিড় করেন। প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককে টিকিট দেওয়া হয়নি। ফলে পর্যটকেরা সেন্ট মার্টিনে যেতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *