ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
র‍্যাবের জালেই আটকা ভুয়া ৫ র‍্যাব সদস্য
ডেস্ক রিপোর্ট ::

গাজীপুরের বিভিন্ন এলাকায় নিজেদেরকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে আসছিলেন কয়েক যুবক। গ্রাম্য সালিশের রায় পক্ষে নেওয়ার জন্য ভাড়ায়ও যেতেন। অস্ত্রের ভয় দেখিয়ে সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসতেন তারা। জমি ও টাকা উদ্ধার, টেন্ডার পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত চক্রটি। আসলে তারা মিথ্যা পরিচয় দিয়ে ওই প্রতারণা করে আসছিলেন। অবশেষে চক্রের ৫ সদস্য র‌্যাবের জালেই আটকা পড়েছে।

মঙ্গলবার র‌্যাব-১ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার গাজীপুরের কুনিয়া বড়বাড়ি এলাকার শহিদ জহুরুল ইসলাম রোডের বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের ৮ তলা ভবনের তৃতীয় তলার পূর্ব পাশের রুমে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার অপরাধে মো. নাজমুল হোসেন, নাহিদ হাসান, তাজুল ইসলাম, মো. সুমন মিয়া ও  সুচিত্র রবিদাস নামে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি  খেলনা পিস্তল, ২টি পিস্তলের কভার, ২টি নকল র‌্যাব-জ্যাকেট, ৪টি ভুয়া আইডি কার্ড, ১টি নৌ বাহিনীর ইউনিফর্ম, ৩টি নৌ বাহিনীর ফরমেশন সাইন, ১টি চাকু, ১টি ল্যাপটপ, ৫টি ম্যানিব্যাগ, ৪টি ব্যাংক চেক, টেন্ডার তদারকির নথি, জমিজমা ও টাকা উদ্ধার সংক্রান্ত দলিল ও স্ট্যাম্প।

দীর্ঘদিন ধরে তারা এভাবে ভয় ভীতি দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *