ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
রোহিঙ্গা হেড মাঝি হত্যা মামলায় গ্রেপ্তার আরেক হেড মাঝি
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারের উখিয়ার ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের হেড-মাঝি আজিম উদ্দিন হত্যা মামলায় আরেক ক্যাম্পের এক হেড-মাঝিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন।

গ্রেপ্তার হেড মাঝি হলেন ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের এম/ ২২ ব্লকের নূর মোহাম্মদ (৪০)। নূর মোহাম্মদ হেডমাঝি আজিম উদ্দিনের হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ নং আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, ‘রোববার দিবাগত রাতে এপিবিএনের একটি টিম দীর্ঘ দুই ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের অন্তর্ভুক্ত ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জুন) রাতে বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের সাব ব্লক এম/ ৯ এ ১৫-২০ জন অস্ত্রধারীর অতর্কিত হামলায় নিহত হন আজিম উদ্দিন।

ঘটনার পরদিন শুক্রবার উখিয়া থানায় ৩০২ / ৩৪ ধারায় ১৫ জনের নাম উল্লেখ ও আরো ১৫ / ২০ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের স্ত্রী সমসিদা।

আলোচিত এই হত্যা মামলায় এখন পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে শুক্রবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে ৮ এপিবিএন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *