ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক ইয়াবা গডফাদার মিজান অধরা!
শ.ম গফুর, উখিয়া ::

চালচলনে বেশভূষা ছবির এই মহান ব্যক্তির নাম মিজান।সে একজন মিয়ানমার পালানো রোহিঙ্গা। কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পে যার বসবাস।ত্রাণের উপর নির্ভরশীল মিজানের পরিবার হটাৎ অঢেল সম্পদের মালিক।কুতুপালং বাজারের নারিকেল গাছতলা রোডে রয়েছে অত্যাধুনিক মোবাইল সপ।যেখানে দেশী-বিদেশী বিপুল দামী মোবাইলের সমাহার।এ ধরণের ৩ টি মোবাইলের দোকান রয়েছে মিজানের।ক্যাম্পের ভিতর শতাধিক ছোট-বড় মোবাইল ওয়ার্কসপে সরবরাহ করে থাকে দামী মোবাইল।
ঢাকা-চট্রগ্রাম,কক্সবাজার কেন্দ্রিক রয়েছে ইয়াবা ও স্বর্ণ চোরাচালানের গডফাদার। তাদের নিকট ইয়াবা ও স্বর্ণ সরবরাহ করলে পৌঁছে যায় দামী মোবাইল সহ নগদ টাকা।কোনদিন প্রশাসনের আছড় লাগেনি বলে নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে অনৈতিক কারবার।

এসব কিছু অর্জনের পিছনে রয়েছে মিয়ানমার-রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ইয়াবা,মাদক,স্বর্ণ চোরাচালান সহ নানা চোরাই পণ্যের ব্যবসা।রয়েছে বিদেশী এনজিও কানেকশন।যেসব এনজিও প্রত্যাবাসন বিরোধী কর্মকান্ডে অর্থের যোগান দেয় মিজানের মাধ্যমে।
মিজানের বিষয়ে আদ্যোপান্ত খতিয়ে দেখা জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *