ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষিকাকে কোপানো রোহিঙ্গা যুবক আটক, দা’ উদ্ধার
ডেস্ক রিপোর্ট ::

উখিয়ার রাজাপালং রোহিঙ্গা ক্যাম্পে যৌন হয়রানির প্রতিবাদ করায় ডেইজি বড়ুয়া নামে এক স্কুল শিক্ষিকাকে কোপানোর ঘটনায় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। তার কাছ থেকে একটি ধারালো দা’ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুন) রাতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
আটক রোহিঙ্গা ক্যাম্প-২/ডব্লিউ এর ব্লক-বি, সাব-ব্লক- বি/৫ এর বাসিন্দা শামশুল আলমের ছেলে মোহাম্মদ আলম (৩৫)।
এসপি নাইমুল হক জানান, মঙ্গলবার যৌন হয়রানির প্রতিবাদ করায় রোহিঙ্গা যুববক মোহাম্মদ আলম এনজিও কর্মী হামলার শিকার ডেইজি বড়ুয়াকে দা দিয়ে ডান হাত ও বাম হাত কব্জি, পিঠে ও মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে ক্যাম্পে অভিযান চালিয়ে মোহাম্মদ আলমকে আটক করে।
হামলার ডেইজি বড়ুয়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি কচুবুনিয়ার সাধন বড়ুয়ার মেয়ে।
হামলার ডেইজি বড়ুয়া একটি এনজিওতে কর্মরত। ওই ক্যাম্পের একটি স্কুলে শিক্ষিকতা করেন তিনি। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *