ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
‘যুদ্ধ নয়, শান্তি চাই’
স্পোটস ডেস্ক ::

ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনা। আতঙ্কে রাত কাটছে ইউক্রেনবাসীর। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছেন নাগরিকরা। বন্দুক আর গুলিতে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছেন। সাধারণ মানুষের মতোই যুদ্ধের প্রতিবাদে সরব খেলার দুনিয়ার তারকারা। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আগামী প্রজন্মের জন্য এই পরিস্থিতি বদলের প্রয়োজন বলে মনে করেন সিআর সেভেন।

এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়, বলছেন সিআর সেভেন। যুদ্ধ কেবলই ধ্বংসের পথ প্রশস্ত করে, অসহায়দের প্রাণহানি হয়। তাই শান্তির আহ্বান জানালেন পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘আগামী প্রজন্মের জন্য আমাদের বিশ্বটাকে সুন্দর করে তুলতে হবে। যুদ্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় শিশুরাই। বিশ্ব শান্তির কামনা করি।’

রোনালদোর ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৪০ কোটির বেশি। পর্তুগিজ তারকার এমন পোস্ট যুদ্ধের বিরুদ্ধে বড় বার্তাই। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করতে হবে।

যুদ্ধ নয়, শান্তি চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *