ঢাকা, সোমবার ২২ জুলাই ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মহেশখালীর মেয়র কারাগারে
ডেস্ক রিপোর্ট ::

কক্সবাজারে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজার মুখ্য বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মেয়র মকছুদ মিয়া নিজে ধারালো অস্ত্র দিয়ে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের মাথায় আঘাত করেন। ওই মামলায় মেয়র মকছুদ মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ নভেম্বর মহেশখালী পৌর এলাকার গোরকঘাটা হিন্দুপাড়া রাস্তার মোড়ে বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের ওপর হামলা করা হয়। এ ঘটনায় মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়াকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী আমজাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *