ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১২:২০ অপরাহ্ন
মার্শের ব্যাটে জয়ের পথে অস্ট্রেলিয়া
স্পোটস ডেস্ক ::

দুবাইয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের দেয়া ১৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ফিফটিতে স্বস্তিই পায় অস্ট্রেলিয়া। এই অজি ওপেনার আউট হওয়ার পর এবার ব্যাট হাতে মিচেল মার্শের ফিফটিতে জয়ের পথেই রয়েছে অজিরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা সংগ্রহ করেছে ২ উইকেটে ১৩৫ রান।

ম্যাচের শুরুতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট হাতে ইনিংসের প্রথম তিন ওভারে ইতিবাচক ব্যাট করলেও চতুর্থ ওভারে হ্যাজলউডের বলে কটবিহাইন্ড হন ড্যারি মিচেল। আউট হওয়ার আগে করেন ১১ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে ইতবাচক ব্যাটিং করতে থাকেন মার্টিন গাপটিল এবং কেইন উইলিয়ামসন। এ সময় দুজন মিলে তুলেন ৪৮ রানের জুটি। অ্যাডাম জাম্পার বলে আউট হওয়ার আগে ২৮ রান করেন গাপটিল।

এদিকে ব্যাট হাতে আপনতালে খেলতে থাকা দলীয় অধিনায়ক কেইন উইলিয়ামসন তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ে দলীয় স্কোর বাড়ানোর পাশাপাশি নিজের স্ট্রাইকটাও বাড়িয়ে নেন তিনি। জস হ্যাজলউডের করা ১৮তম ওভারের পঞ্চম বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ তুলে দেন কিউই দলনেতা। আউট হওয়ার আগে করেন ৮৫ রান। মাত্র ৪৮ বলে খেলা এই শৈল্পিক ইনিংসটি ১০টি চার এবং ৩টি চারে সাজানো।

এদিকে শেষ পর্যন্ত খেলে যান জিমি নিশাম এবং টিম সেইফার্ট। ১৩ রানে নিশাম এবং ৮ রানে সেইফার্ট অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার পক্ষে একাই তিনটি উইকেট নেন জস হ্যাজলউড। আর একটি উইকেটের দেখা পেয়েছেন অ্যাডাম জাম্পা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *