ঢাকা, শনিবার ২০ জুলাই ২০২৪, ১২:২০ অপরাহ্ন
মন্ত্রীর ইউনিয়নে নৌকার পরাজয়
ডেস্ক রিপোর্ট ::

নরসিংদীর মনোহরদীতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থীর প্রাণান্ত প্রচেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থ হলো। পরাজিত হলেন বিদ্রোহী প্রার্থী আবুল বরকত রবিনের কাছে।

রোববার সম্পন্ন হওয়া চতুর্থ দফার ইউপি নির্বাচনে গোতাশিয়া ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী মতিউর রহমান দুলাল পরাজিত হয়েছেন।

জানা গেছে, মতিউর রহমান দুলালের মনোনয়ন রিটার্নিং অফিসারের বাছাইয়ে বাতিল ঘেষিত হয়। জেলা পর্যায়ে আপিল করেও তা আর ফিরে পাননি তিনি। পরে আইনি লড়াইয়ের মাধ্যমে কোর্ট থেকে তার মনোনয়নের বৈধতা ফিরে পান তিনি। নৌকা প্রতীকে নির্বাচনে গিয়ে আবুল বরকত রবিনের কাছে পরাজিত হলেন এবার।

এদিকে মনোহরদীর ৯টি ইউপির নির্বাচনে ৫টিতে নৌকা ও ৪টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সম্পন্ন হয়।

বেসরকারিভাবে আওয়ামী লীগের নৌকা নিয়ে চন্দনবাড়ী ইউনিয়নে আব্দুর রউফ হিরন, লেবুতলায় জাকির হোসেন আকন্দ, চালাকচরে ফখরুল মান্নান মুক্তো, বড়চাপাতে উপাধ্যক্ষ সুলতান উদ্দীন ও শুকুন্দীতে ছাদেকুর রহমান শামীম নির্বাচিত হন।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে (বিদ্রোহী) কাচিকাটায় মোবারক হোসেন খান কনক, গোতাশিয়ায় আবুল বরকত রবিন, একদুয়ারিয়ায় মোল্লা রফিকুল ইসলাম ফারুক, দৌলতপুর ইউনিয়নে শরীফ মাহমুদ খান বাহালুল নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *