ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন
ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা
ডেস্ক রিপোর্ট ::

চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরের পথে রওনা হয়েছেন ৩৭৯ জন রোহিঙ্গা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন এ তথ্য নিশ্চিত করেছেন। একই দিন সকালে রোহিঙ্গাদের নিয়ে জাহাজটি ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে বুধবার (২৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দু’গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) উখিয়া থেকে প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভালো খাবার-দাবারের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে তাদের ভাসানাচরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক ৩৭৯ জন রোহিঙ্গার মালামাল আগেই ভাসানচরে পৌঁছে গেছে।

উল্লেখ্য, ৬ দফায় কক্সবাজার থেকে ভাসানচরে পাঠানো হয়েছে প্রায় ১৮ হাজার রোহিঙ্গাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *