ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৫ অপরাহ্ন
বিমান চেয়েও ভারতের কাছ থেকে সাড়া পাননি শেখ হাসিনা
উখিয়া নিউজ ডেস্ক :

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। পালানোর আগে তিনি ভারত সরকারকে বিমান পাঠানোর অনুরোধ করেন, তবে তাতে সাড়া দেয়নি নয়াদিল্লি।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিমান চেয়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। তবে তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না। কারণ, তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে আগে ভারতের কোনো শহরে পৌঁছাতে হবে। তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে।

হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে আগরতলা বিমানবন্দর। সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে।

অন্যান্য সূত্রে দাবি করা হচ্ছে, কলকাতা বিমানবন্দরে এবং শিলিগুড়ির কাছে বাগডোগরা বিমানবন্দরেও নামতে পারেন হাসিনা। তবে সেগুলো ঢাকা থেকে দূরে। হাসিনার সবচেয়ে নিকটবর্তী বিমানন্দর ত্রিপুরার আগরতলা।

শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। মেয়ে সায়মা ওয়াজেদ থাকেন দিল্লিতে। সেই কারণেই মনে করা হচ্ছে, প্রাথমিকভাবে শেখ হাসিনার গন্তব্য হতে চলেছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *