ঢাকা, সোমবার ২২ জুলাই ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন
বিপিএলকে ‘সাকার্স’ বলছেন হাথুরুসিংহে
স্পোর্টস ডেস্ক ::

বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএল। শুধু বড় বললেই ভুল হবে, দেশের একমাত্র টি-টোয়েন্টি লিগ এটি।  সেটিকেই সাকার্সের সঙ্গে তুলনা করেছেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেইসঙ্গে টুর্নামেন্টের কার্যকারিতার মান নিয়েও প্রশ্ন তুলেছেন এই লঙ্কান মাস্টারমাইন্ড।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের কোচ হাথুরুসিংহে। এ সময় টাইগার ক্রিকেটের বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে বিপিএলের মান নিয়ে প্রশ্ন করা হলে তিনি এমন মন্তব্য করেছেন।

বিপিএল বিশ্বমানের হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে চান্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘কোনোভাবেই না। আমাদের যথাযথ কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। এটা শুনতে হয়তো অদ্ভুত লাগবে। তবে যখন আমি বিপিএল দেখি, তখন মাঝেমধ্যে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় তো কোনো জাতেরই না। যেভাবে এটি এগিয়ে যাচ্ছে, সেই পদ্ধতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’

হাথুরু আরও বলেন, ‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। আমাদের বোর্ডেরও উচিত, এই বিষয়ে কিছু করা। অবশ্যই কিছু নিয়ম থাকতে হবে। একজন খেলোয়াড় একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাসের মতো। খেলোয়াড়েরা তাদের সুযোগের কথা বলবে, কিন্তু এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমি আগ্রহ হারিয়েছি।’

মূলত বিপিএল চলাকালীন বিদেশি ক্রিকেটারদের আসা-যাওয়াকে ভালোভাবে দেখছেন না বাংলাদেশি কোচ। আবার দেশের সর্বোচ্চ ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশিদের অংশগ্রহণও সাড়া জাগানোর মতো অবস্থানে নেই। সাধারণত তরুণ ক্রিকেটারদের কথা বিবেচনা করেই বিপিএলের আয়োজন করা হয়। কিন্তু সেখানেই সমস্যা। যাদের গুরুত্ব বেশি থাকা দরকার, তারাই অবহেলিত থাকছেন। এই বিষয়ে হাথুরু বলেছেন, ‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *