ঢাকা, শুক্রবার ২৬ জুলাই ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
বদলে যাচ্ছে এতিম শিশু হাফেজ আব্দুর রহিম এর জীবন
শামসুল হক শারেক ::

সেই এতিম শিশু হাফেজ আব্দুর রহীম এখন আর পিছিয়ে নেই। এগিয়ে যাচ্ছে তার পথ চলা।

কক্সবাজার শহরের হাসপাতাল সড়কের খানাকা মসজিদের এতিম খানায় মাত্র ১২০ দিনে
কুরআন শরীফ হেফজ করে তাক লাগানো এতিম শিশু হাফেজ আব্দুর রহিম খুঁজে পেয়েছে যথাযথভাবে গড়ে উঠার ঠিকানা।

সে এখন কক্সবাজার শহরের (খুরুস্কুল রোড়ে) মাহাদ আন নিবরাস এ ৪র্থ শ্রেণীতে পড়ে।
আলহামদুলিল্লাহ,আজ (১লা ফেব্রুয়ারী ২০২২ ইং) তার পাঠ অগ্রতি দেখে বেশ ভালোই লেগেছে।

উল্লেখ্য ১২০ দিনে হেফজ শেষে আমার একটি রিপোর্ট দৈনিক ইনকিলাবসহ সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে হাফেজ আব্দুর রহিম এর অভিভাবকত্ব নেয়ার জন্য এগিয়ে এসেছিলেন দেশ বিদেশের অনেক মহৎপ্রাণ মানুষ।

এখনো নাম প্রকাশে অনিচ্ছুক
একজন মহৎপ্রাণ মানুষের বদান্যতায় বদলে যাচ্ছে এতিম শিশু হাফেজ আব্দুর রহিম এর জীবন।

আমার পর্যবেক্ষণে প্রতিষ্ঠানের যাোগ্য পরিচালক জনাব জিয়াউল হকের পরিচালনায়
মাহাদ আন নিবরাস শিশু শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান গুলোর একটি বলেই মনে হয়েছে।

অনেক অনেক শুভকামনা হাফেজ আব্দুর রহিম ও তার অভিভাবক এবং প্রতিষ্ঠানের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *