জনগণের প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের আগরতলায় গিয়েছেন শেখ হাসিনা।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে গতকাল রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। আজ সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।
আজ সোমবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা ও তার বোন শেখ রেহানা।সূত্রের খবর, আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে কলকাতার সেনা সদর ফোর্ট উইলিয়ামে আসতে পারেন মুজিব কন্যা।
Leave a Reply