ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুলাই ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
নারীদের অবহেলার পাত্র হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে
বার্তা পরিবেশক ::
কক্সবাজারের উখিয়ায় রত্নাপালং ইউনিয়নে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার নিরসনের লক্ষে ১৬ দিনের জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং তাদের সহযোগী পার্টনার এনজিও পালস বাংলাদেশ।
রবিবার (২৮ নভেম্বর) দুপুরে উখিয়া উপজেলার রত্নাপালং ঝাউতলাস্থ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় এনজিও পালস বাংলাদেশের উদ্যোগে আশার আলো নামক কিশোরী ক্লাবে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) এর চেয়ারম্যান জেসমিন প্রেমা।
এসময় তিনি বলেন, সমাজে নারী ও কন্যা শিশুদের নারী হিসেবে না দেখে বা অবহেলার পাত্র হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখতে হবে। কারণ সমাজকে পরিবর্তন করতে হলে প্রথমে নারীদের এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *