ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
‘এক চিমটি’ ধুলোর দাম সাড়ে ৪ কোটি টাকা!
ডেস্ক রিপোর্ট ::

ধুলোর দাম ৫ লাখ ৪ হাজার ৩৭৫ মার্কিন ডলার! বাংলাদেশি মুদ্রায় চার কোটি ৪০ লাখ টাকারও বেশি!

বুধবার এমনই একটি নিলামে বিক্রি হয়ে গেল কোটি টাকার ‘এক চিমটি’ ধুলো! তবে, এই ধুলো পৃথিবীর কোনো সাধারণ ধুলো নয়। চাঁদের ধুলো!

প্রথম নভোচারী নীল আমস্ট্রংয়ের আমলের। ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সদস্য নীল আমস্ট্রং চাঁদের পৃষ্ঠদেশ থেকে এই ধুলোর নমুনা সংগ্রহ করেন।

এতদিন সেই ধুলোর নমুনা রাখা ছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার কাছে। তারা ভেবেছিল, নিলামে দাম উঠবে আট লাখ থেকে ১২ লাখ মার্কিন ডলার! চাঁদ থেকে যে মাটি তারা সংগ্রহ করছেন, তা আদতে পাথুরে। ন্যাশনাল জিওগ্রাফিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *