ঢাকা, শনিবার ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন
উখিয়া স্কুল গেইটের সামনে মরণফাঁদ !
সরওয়ার আলম শাহীন :

কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সড়কের দু’পাশে পল্লী বিদ্যুতের লাইন আধুনিকায়ন করা হয়েছে। সড়ক বড় হওয়ার ফলে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সম্প্রতি পুরানো খুঁটি গুলো সরিয়ে নতুন খুটি স্থাপন করেছে।
কিন্তু পুরানো খুঁটিগুলো তোলার পর সড়কের পাশে যে গভীর গর্তের সৃষ্টি হয়েছে তা কিন্তু ভরাট করেনি কর্তৃপক্ষ। উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে সড়কের দু’পাশে এমন গর্তগুলো দৃশ্যমান রয়েছে। যা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই গভীর গর্তের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা। কারণ উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় গেটের সামনেই রয়েছে এরকম একটি গর্ত। গত দুই সপ্তাহ ধরে গর্তগুলো এভাবে দৃশ্যমান থাকলেও বিপক্ষের কোন খবর নেই বলে জানিয়েছে স্থানীয় জনগণ। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী জানান, আসলে স্কুলে আসা শিক্ষার্থীরা অত্যাধিক ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন তারা ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করছে। কোন সময় দুর্ঘটনা ঘটে বলা মুশকিল। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *