ঢাকা, রবিবার ২১ জুলাই ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
উখিয়ার বালুখালীতে ৫৬ হাজার ইয়াবাসহ ফরিদ আটক
নিজস্ব প্রতিবেদক ::

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৫৬ হাজার পিস ইয়াবা আটক করেছে। সংস্থাটির কক্সবাজার ব্যাটালিয়নের বালুখালী বিওপি বৃহস্পতিবার অভিযান চালিয়েছে। এ অভিযানে একজন মাদক কারবারি ও ১টি সিএনজিও আটক করা হয়। আটক মাদক কারবারির নাম মো: ফরিদুল আলম (৩০)। তিনি উখিয়া থানার বালুখালীর মধ্যম ফরির বিল এলাকার আবুল কামালের ছেলে।
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: মেহেদি হোসাইন কবির জানান, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপি’র নায়েক মো: আবুল কাশেমের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে উখিয়া উপজেলার পালংখালী ইউপি’র বালুখালী ফুটবল মাঠ নামক স্থান থেকে ৫৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার বাজার মূল্য ১ কোটি ৬৮ লাখ টাকা।

এছাড়া ৪ লাখ টাকা মূল্যর ১টি সিএনজি ও ফরিদুল আলম নামের এক মাদক কারবারি আটক করা হয়। সব মিলিয়ে মোট ১ কোটি ৭২ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল উখিয়া থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এই অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *