ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
উখিয়া সাহিত্য কুঠিরের উদ্যোগে “উপকুলীয় লোকজ গীত” অনুষ্ঠিত
উখিয়া নিউজ ডেস্ক :

শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ- গণজাগরণের শিল্প আন্দোলন” অপ্রতিরোধ্য অগ্রযাত্রার শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এই থিমকে সামনে রেখে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গৃহিত সমগ্র দেশের জেলাভিত্তিক গণজাগরণের ঐতিহ্যবাহি নাট্য উৎসব কর্মসুচী বাস্তয়ন এর অংশ হিসাবে কক্সবাজার জেলার আওতায় জেলার অন্যতম একটি লোকজ প্রতিষ্ঠান উখিয়া সাহিত্য কুঠিরের উদ্যোগে “উপকুলীয় লোকজ গীত” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গত ২৩ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যে ৭টায় উখিয়া সদর জে চৌধুরী নতুন পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজাবো দর্শক সমাগমের মাধ্যমে অনুষ্ঠিত এ লোকজ গীত অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানের নির্দেশক ও পরিচালক, উখিয়া সাহিত্য কুঠিরের প্রতিষ্ঠাতা কবি, নাট্যকার ও লোকগবেষক মাস্টার শাহআলম মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত শিল্পকলা একাডেমি গঠন ও উদ্দেশ্য সর্ম্পকে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লোকজ উপাত্ত ছিল, গ্রামীণ হাইল্যা গীতি, উপকুলীয় ভাইট্যাইল্যা গীতি, গ্রামীন মহিলাদের উপভোগ্য হওলা, লোকগীতি, আঞ্চলিক গান, ভাবের গীত, মুরার কুইল্যা গীত ও হালদা ফাড়া গান, বিরামহীন উৎসাহ পূর্ণ এ অনুষ্ঠানে যারা শিল্পী ছিলেন তারা হচ্ছেন সর্ব শিল্পীঃ এ আর হারুন, জিয়াউল হক জিয়া, মিনা মল্লিক, কাকলী বড়ুয়া ,এসএম জসিম , শাহনাজ আক্তার মনি, নুরুল কাদের চৌধুরী, বেলাল উদ্দিন প্রমুখ। যন্ত্রী হিসেবে ছিলেন তবলা বাদক বাবলু চক্রবর্তী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিল্পী এসএম জসীম ও কবি সিরাজুল কবির বুলবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *