ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
উখিয়ায় অনুমোদন বিহীন ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু
সরওয়ার আলম শাহীন :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের অনুমোদন বিহীন ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযান শুরু করেছে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমদ।

জানা যায়, জাতীয় নির্বাচন উপলক্ষে বেশ কিছুদিন ধরে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। এসব ব্যানার পোস্টার লাগানো আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুয়ায়ি ৩০ নভেম্বর পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে হবে। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহামদ।এর আগে নির্বাচনী প্রচার-প্রচারণা নিষিদ্ধ।

এ অবস্থায় উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে সম্ভাব্য প্রার্থীগণের বিভিন্ন শুভেচ্ছা বার্তা-সহ নির্বাচনী প্রচারণার ব্যনার -ফেস্টুন পরিলক্ষিত হয়। এসব ব্যানার-পোস্টার অপসারণ করতে আজ বুধবার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রথম দিন উখিয়া সদরে অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে কোট বাজার, মরিচ্যা, কুতুপালং, পালংখালীসহ অন্যান্য এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *